হঠাৎ প্রতিবাদে উত্তাল কাশ্মীর

বুধবার (১ জুলাই) হঠাৎ করেই প্রতিবাদে উত্তাল হয়ে উঠলো কাশ্মীর। প্রতিদিনের মতো সকালে নাতিকে সঙ্গে নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন কাশ্মীরের বশির আহমেদ খান নামে এক বৃদ্ধ। কিন্তু বিপদ যে মাঝরাস্তায় ছিল, সেটা তিনি জানতেন না। ভারতের সিআরপিএ জওয়ানদের কনভয়ে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে স্বাধীনতাকামীরা।

এ সময় গোলাগুলির মাঝে পড়ে যান সেই প্রবীণ মানুষটি। গুলি এসে লাগে তার শরীরে। ঘটনাস্থলেই মারা যান তিনি। জম্মু কাশ্মীরের সোপোর এলাকায় গতকাল সিআরপিএফের কনভয়ে হামলা চালায় সেখানকার স্বাধীনতাকামীরা। ভারতের একজন জওয়ান নিহত হয়েছেন। তিনজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ বলছে, ওই ব্যক্তি বন্দুকযুদ্ধের মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন। আর মৃতের পরিবারের দাবি, তাকে গাড়ি থেকে নামিয়ে হত্যা করেছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। বশির আহমেদ খান নামে ওই বৃদ্ধের মৃত্যুর ঘটনায় ফের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে উপত্যকা এলাকা। খবর আল জাজিরার।

পরে শ্রীনগরে বশির আহমেদের জানাজায় সমবেত হন শত শত মানুষ। এ সময় তারা কাশ্মীরের স্বাধীনতার দাবিতে স্লোগান দেন।

আরো পড়ুন- তেহরানে বিস্ফোরণে নিহত ১৯