শেয়ারবাজারে স্থিতিশীল তহবিলের ১০০ কোটি টাকা ব্যবহারের নির্দেশ

রোড শো

শেয়ারবাজারে তারল্য বাড়ানোর জন্য ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) বা স্থিতিশীল তহবিল থেকে ১০০ কোটি টাকা ‘টিডিআর’ রূপে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) বিনিয়োগের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। টিডিআর হচ্ছে এক ধরনের ফিক্সড ডিপোজিট। অর্থাৎ স্থিতিশীলতা তহবিল প্রতিবছর আমানত হিসেবে আইসিবিকে দেওয়া ১০০ কোটি টাকার বিপরীতে নির্দিষ্ট হারে সুদ পাবে।

এ বিষয়ে রোববার (২৮ নভেম্বর) বিএসইসি থেকে সিএমএসএফের চেয়ারম্যানের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে। বিএসইসির সহকারী পরিচালক মো. মিনহাজ বিন সেলিম সই করা চিঠিতে ১০০ কোটি টাকা দ্রুত দেওয়ার কথা বলা হয়েছে।

সম্প্রতি শেয়ারবাজারে পতনের ধারা দেখা দিলে গত ১৬ নভেম্বর পুঁজিবাজারে তারল্য বাড়াতে গঠিত স্থিতিশীলতা তহবিল থেকে ১০০ কোটি টাকা আইসিবিকে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএসইসি। ‘টিডিআর’ হিসেবে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে এ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তার পরিপ্রেক্ষিতেই এখন বিএসইসি এ ১০০ কোটি টাকা দ্রুত বিনিয়োগের নির্দেশ দিল।