ব্যবসা সম্প্রসারণ করবে স্কয়ার ফার্মা

স্কয়ার ফার্মা লিমিটেড

স্কয়ার ফার্মা ভবিষ্যত ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানিটি বিএমআরই প্রকল্পে ৩০০ কোটি টাকা অনুমোদন করেছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ব্যবসা সাম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোম্পানিটি কারখানা আধুনিকায়ন ও মেরামত করার জন্য মূলধনী যন্ত্রপাতি কিনবে। এছাড়া কোম্পানিটি ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের জন্য জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, কোম্পানিটি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরে ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।