সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

সূচকের মিশ্র প্রবণতা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৯৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১৪৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬৬০ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৫ কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১৩৬টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একই সময়ে সিএএসপিআই সূচক ৩২ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৩২৬ পয়েন্টে অবস্থান করছে।