সূচকের উত্থানের সাথে বেড়েছে লেনদেন

ঘণ্টায় লেনদেন

শেয়ারবাজারের মন্দাভাব কাটিয়ে স্বাভাবিক অবস্থানে অবস্থানে ফিরতে শুরু করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১৪ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ১ হাজার ১৬৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৫৬ কোটি ২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৭ কোটি ৭৫ লাখ টাকার।

ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৪৪ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৪ পয়েন্ট বেড়েছে।

বুধবার ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০৬টির, দর কমেছে ৪২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩৬০ পয়েন্ট বেড়ে ২০  হাজার ৪৫৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার।