সূচকের বড় উত্থানের সাথে বেড়েছে লেনদেনও

শেয়ারবাজারে ইতিবাচক লেনদেন

আগের দিনের বড় ধরণের পতনের ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরেছে শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

আজ সোমবার (১০ জানুয়ারি) ঢাকা স্টক একচেঞ্জে সব ধরণের মূল্য সূচকের বড় উত্থানে লেন-দেন শেষ হয়েছে। সাথে সাথে ডিএসইতে টাকার লেন-দেনের পরিমাণও কিছুটা বেড়েছে। এছাড়া চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জও(সিএসই) উত্থানে ফিরেছে  ।

সোমবার ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার লেন-দেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, দর কমেছে ১৫৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির।

এদিন ডিএসইতে ১ হাজার ৪৮৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেন-দেন হয়েছে। এদিন ডিএসসিতে আগের দিনের চেয়ে ৩৬ লাখ টাকা বেশি লেন-দেন হয়েছে। উল্লেখ্য, গতকাল লেন-দেন হয়েছিলো ১ হাজার ৪৬১ কোটি ৮ লাখ টাকার।

ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৯৪তে দাঁড়িয়েছে। এছাড়া অপর দুই সূচকের মধ্যে ডিএসই ৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়েছে এবং শরীআহ সূচক(ডিএসইএস) ১২ পয়েন্ট বেড়েছে।
এছাড়া সিএসই বার্ষিক সূচক সিএসপিআই বেড়েছে ১৮৯ পয়েন্ট এবং লেন-দেন হয়েছে ৪৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার।