পুঁজিবাজারে সূচকের পতন, বিশেষজ্ঞরা বলছেন স্বাভাবিক কারেকশন

সূচকের পতন

টানা ৮ কার্যদিবস সূচকের উত্থানের পর রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন হয়েছে। একই সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনট দর কমেছে। যদিও টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে। তবে হঠাৎ করে এই পতনের জন্য চিন্তিত হওয়ার কিছু নেই বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, এটি স্বাভাবিক কারেকশন।

রোববার ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২০২ পয়েন্টে। শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৩৮ পয়েন্টে।

বিষয়টি নিয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান জানান, এটা একেবারেই স্বাভাবিক কারেকশন। এটি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।