শেষ কার্যদিবসে সূচকের উত্থানে শেষ হলো পুঁজিবাজারের লেনদেন

রেকর্ড শেয়ারবাজারে

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে দিনের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে জানা যায় এসব তথ্য।

এদিন ৩৪ পয়েন্ট বেড়ে ডিএসইর ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৬ হাজার ৩০৭ পয়েন্টে।  এ ছাড়া ডিএসই-৩০ সূচকের কোনও পয়েন্ট না বাড়লেও ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ২২৭৪ পয়েন্ট ও ১৩৫৯ পয়েন্টে।

এ দিনে লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২৭৪ কোম্পানির এবং কমেছে ৮৩ কোম্পানির।  এ ছাড়া দাম অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বেড়েছে সূচক। সিএএসপিআই সূচক ১২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩২৭ পয়েন্টে।