সিকদার গ্রুপের চেয়ারম্যান আর নেই

সিকদার গ্রুপ

বীর মুক্তিযোদ্ধা ও সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জয়নুল হক সিকদার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহে রাজিউন)। তিনি দেশের বেসরকারি ন্যাশনাল ব্যাংকেরও চেয়ারম্যান।

বুধবার সংযুক্ত আরব আমিরাতে তিনি মারা যান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ন্যাশনাল ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এ এস এম বুলবুল।

তিনি বলেন, জয়নুল হক বেলা ৩টা নাগাদ বাসাতেই অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

এদিকে মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুক্তিযোদ্ধা জয়নুল হকের জন্ম ১৫ মে, ১৯৩৩ সালে ভারতের আসামে। বাবা মখফর উদ্দিন সিকদার ছিলেন প্রথমে ফরেস্টার, পরে নামজাদা ঠিকাদার।

আরো পড়ুন- বাংলাদেশ ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হলো শাহ আলমকে

মৃত্যুকালে পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন জয়নুল হক।