সাতক্ষীরায় লকডাউন শুরু, সড়কে পুলিশ

সাতক্ষীরায়

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার জন্য আজ শনিবার সকাল থেকে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয়েছে। আগামী ১১ জুন রাত ১২টা পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে।

লকডাউন চলাকালে সব ধরনের বিধিনিষেধ মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সড়কে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের টহল রয়েছে। এ ছাড়া যশোর ও খুলনা থেকে সাতক্ষীরা জেলায় প্রবেশের মুখে বেশ কয়েকটি চেকপোস্টও বসানো হয়েছে।

এদিকে, লকডাউন চলাকালে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক থাকছে। তবে বন্দরের সব বাজারঘাট ও দোকানপাট বন্ধ রয়েছে। এই সময়কালে বাংলাদেশ ও ভারতে সাতক্ষীরা সীমান্ত দিয়ে বৈধ ও অবৈধ পন্থায় যাতায়াত পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

আরও পরুনঃ-  চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু