বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম

সরিয়ে নিলেন তামিম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। অক্টোবরে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণার আগেই বুধবার ফেসবুকে লাইভে এলো তামিম ইকবালের এ ঘোষণা।

লাইভে তামিম ইকবাল বিশ্বকাপে খেলতে না চাওয়ার কারণ ব্যাখ্যা করেন। এসময় তিনি বলেন, আমি কিছুক্ষণ আগে বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই এবং চিফ সিলেক্টর নান্নু ভাইয়ের সঙ্গে কিছু জিনিস শেয়ার করেছি। যেটি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি ওনাদের বলেছি— আমার মনে হয় না যে, আমার ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত। আই অ্যাম নট অ্যাভেইলেবল ফর দ্য ওয়ার্ল্ড কাপ।

না খেলতে চাওয়ার বড় কারণ হিসেবে তামিম উল্লেখ করেন গেম টাইমকে।  তামিম বলেন, আমার কাছে মনে হয় যে, গেম টাইম ইজ ওয়ান অব দ্য বিগেস্ট রিজন। আমি বেশ কয়েক দিন ধরে খেলছি না এ ফরম্যাটটা।

এরপর ইনজুরির কথা বলেছেন ড্যাশিং এই ওপেনার। ইনজুরির কারণে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচও খেলতে পারেননি তামিম ইকবাল। ২০১৮ সালের পর থেকে গত তিন বছর মাত্র তিনটি টি-টোয়েন্টি খেলেছেন তামিম ইকবাল।