সমুদ্রের ৬০ ফুট গভীরে মালাবদল!

সমুদ্রের

ভারতের চেন্নাইয়ের এক প্রকৌশলী দম্পতি অভিনব পদ্ধতিতে বিয়ে করলেন। পুরোহিতের ঠিক করা সময়ের মধ্যে সমুদ্রের ৬০ ফুট গভীরে গিয়ে মালাবদল করলেন বর-কন্যা।

বর-কন্যার পরনে বিয়ের পোশাক-সাজসজ্জা। মুখে মাস্ক, পিঠে অক্সিজেন সিলিন্ডার। হাতে ফুলের মালা। তারপর ঝাঁপ সমুদ্রে।

অভিনব এই মালাবদলের ছবি নেট দুনিয়ায় ভাইরাল। তাদের এরকম শখের বিয়েতে দুই পরিবারের সম্মতিও ছিল।

জলসম্পদকে পরিষ্কার রাখা ও প্লাস্টিক মুক্ত রাখার বার্তা দিতেই তারা এমনটা করেছেন। প্রায় ৪৫ মিনিট পানির নিচে কাটান তারা।

আরও পড়ুনঃ-  সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমার বন্ধ ফেসবুক