শৈলকুপায় কাউন্সিলর প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা

কাউন্সিলর প্রার্থীর

ঝিনাইদহের শৈলকুপায়ে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ কর্মী লিয়াকত আলী বল্টু হোসেনকে (৫০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

বুধবার রাত সাড়ে ৯টার সময় এ ঘটনা ঘটে। নিহত বল্টু আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছোট ভাই ও শৈলকুপা উপজেলার ষষ্টিবার গ্রামের মৃত মসলেম উদ্দীনের ছেলে। বর্তমান তারা কবিরপুরে বসবাস করছেন।

শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী ও অপর প্রার্থী আলমগীর হোসেন খান বাবুর সর্মথকরা কবিরপুর এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আহত হন প্রার্থী শওকত আলীর ভাই স্থানীয় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী বল্টু। কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

জানা গেছে, এই নির্বাচনে শওকত হোসেন ও আলমগীর হোসেন বাবু প্রার্থী হিসেবে প্রচারাভিযান চালাচ্ছেন। তারা উভয় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

আরও পড়ুন-  চট্টগ্রামে সংঘাতে নিহতের ঘটনায় আটক ২৬