আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে শৈত্য প্রবাহ

তাপমাত্রা কমার আভাস

আবহাওয়া অধিদফতর জানিয়েছে শৈত্য প্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ ।

সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর । তবে দিনে ও রাতের তাপমাত্রার পার্থক্য অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করছে তারা।

এদিকে হাসপাতালে ঠাণ্ডাজনিত রোগীর ভিড় বাড়ছে। বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। শীতবস্ত্রের অভাবে তীব্র শীতে দুর্ভোগ পোহাচ্ছেন খেটে খাওয়া মানুষ।

বেলা গড়ালে তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও বিকেল থেকে আবারও ঠাণ্ডার দাপট বাড়ছে। গতকাল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন।

আরো পড়ুন- শীতে গরম পানিতে গোসলে ভয়ঙ্কর বিপদ, কী করবেন?