সুচকের উত্থানে লেনদেন

দর বেড়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ১২ মিনিট পর্যন্ত ডিএসইতে ৭২১ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩১৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৫৮৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার  পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৯টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ২১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।