শেকৃবিতে নবীনদের বরণ করল আইসি এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব

রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেআইসি এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেকৃবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম ও আমন্ত্রিত অতিথি হিসেবে এসিআই ফার্টিলাইজারের বিজনেস ডিরেক্টর বশির আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, কৃষি পৃথিবীর একটি আদিমতম ও মহিমান্বিত পেশা। কৃষি এদেশের মানুষের খাদ্য, বস্ত্র ও পুষ্টির সংস্থানের সাথে জড়িত। কৃষি শিক্ষার সাথে সংশ্লিষ্টরাই গবেষণা সম্প্রসারণে যুক্ত এদেশের সৃষ্টিশীল যেকোন কর্মকান্ডের সাথে কৃষিবিদগণ জড়িত। এদেশের যত আবিষ্কার বা উদ্ভাবন তা কৃষিবিদদের চেয়ে অন্য কেউ বেশি করেনি।