শুরু হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক অলিম্পিয়াড: ১৪৪২

ইসলামের ইতিহাস

দেশের সাধারণ শিক্ষার্থীদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চর্চার আগ্রহ বাড়াতে দেশব্যাপী আয়োজিত হচ্ছে Islamic History & Culture Olympiad -(1442 হিজরি) ২০২১। পরীক্ষার আয়োজকরা জানান এই প্রতিযোগিতাটি মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হবে-

১. প্রাথমিক বাছাই পর্ব: ১২ই মার্চ, ২০২১ তারিখে নিবন্ধিত প্রতিযোগীদের নিয়ে অনলাইনে এমসিকিউ পদ্ধতিতে আয়োজিত হবে।

২. বিভাগীয় মূল্যায়নপর্ব: প্রাথমিক বাছাইপর্বে বিজয়ীদের নিয়ে লিখিত পরীক্ষা।

৩. জাতীয় পর্ব: বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে জাতীয় প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী।

কলেজ-বিশ্ববিদ্যালয় সমপর্যায়ের ছাত্র-ছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। সিলেবাস, রেজিস্ট্রেশন পদ্ধতি, টাইমলাইন ও অন্যান্য তথ্য নিচে দেওয়া আছে।

* পুরস্কার সমূহঃ
১ম পুরষ্কারঃ ৫০ হাজার টাকা প্রাইজমানি + ১০হাজার টাকা সমমূল্যের বই +এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে ফুল স্কলারশিপ।

২য় পুরষ্কারঃ ৩০ হাজার টাকা প্রাইজমানি + ১০হাজার টাকা সমমূল্যের বই + এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে ফুল স্কলারশিপ।

৩য় পুরষ্কারঃ ২০ হাজার টাকা প্রাইজমানি + ১০হাজার টাকা সমমূল্যের বই + এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে ফুল স্কলারশিপ।

৪র্থ পুরষ্কারঃ ১০ হাজার টাকা প্রাইজমানি + ১০হাজার টাকা সমমানের বই + এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে ফুল স্কলারশিপ।

৫ম পুরষ্কারঃ ১০ হাজার টাকা প্রাইজমানি + ১০হাজার টাকা সমমূল্যের বই + এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে ফুল স্কলারশিপ।

৬ষ্ঠ থেকে ১০মঃ মিনি লাইব্রেরি + এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে ফুল স্কলারশিপ।

১১তম থেকে ১০০তম পর্যন্তঃ ৯০টি মিনি লাইব্রেরি (প্রত্যেকে ১ টি করে)।

১০১তম থেকে২০০তম পর্যন্তঃ ১০০টি টেবিল লাইব্রেরি (প্রত্যেকে ১ টি করে)।

* রেজিস্ট্রেশন লিংকঃ
https://forms.gle/P3Po3yo2CUamaLhRA

* টাইমলাইনঃ
রেজিস্ট্রেশন শুরুঃ ৫ফেব্রুয়ারি, ২০২১
রেজিস্ট্রেশন শেষঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২১
অনলাইন প্রাথমিক বাছাই পর্বঃ ১২ মার্চ (শুক্রবার), ২০২১

ইভেন্ট লিংকঃ https://fb.me/e/4NEe3jCVo

* অলিম্পিয়াড এর প্রস্তুতিঃ

অলিম্পিয়াড এর সিলেবাসে মোট ছয়টি বই রয়েছে। যথাঃ

১)ইসলাম পরিচিতি-মোহাম্মাদ হামিদুল্লাহ
২)মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো-সাইয়েদ আবুল হাসান আলী নদভী।

৩)আর রাহীকুল মাখতুম-সফিউর রহমান মোবারকপুরী।

৪)লস্ট ইসলামিক হিস্ট্রি-ফিরাস আল খতিব।

৫)শতাব্দীর চিঠি-মুসা আল হাফিজ।

৬)সানজাক ই উসমান-প্রিন্স মুহাম্মাদ সজল।

অলিম্পিয়াড এর প্রস্তুতির জন্য উপরিউক্ত বইগুলো বা সংশ্লিষ্ট বিষয়সমূহ পছন্দসই উৎস হতে পড়া যেতে পারে। আপনারা সুবিধামত সিলেবাসের বইগুলো সংগ্রহ করে নিতে পারবেন।

বইগুলো সহজে সংগ্রহ করার জন্য রকমারি.কম থেকে একটি প্যাকেজ বানানো হয়েছে যা এই লিংক এ পাবেন –https://getashorturl.com/UALel

এছাড়া কয়েকটি বইএর পিডিএফ পড়ার জন্য ভিজিট করতে পারেনঃ https://tiny.cc/ihcobooks

পাশাপাশি অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য অলিম্পয়াডের অফিসিয়াল গ্রুপে নিয়মিতভাবে ওয়েবিনার আয়োজন করা হবে এবং বিভিন্ন রিসোর্স শেয়ার করা হবে।

গ্রুপের লিংকঃ https://facebook.com/groups/230419045194189/

অলিম্পিয়াড সংক্রান্ত কোন তথ্য জানার প্রয়োজন হলে পেজে মেসেজ দেওয়া যাবে অথবা [email protected] এই ঠিকানায় ইমেইল করতে পারেন । জরুরি প্রয়োজনে ০১৭০৫৯৮৬৯৫৯, ০১৭৭৫৪০০৫৩১ ও ০১৭৯৯৩৯৮১৭৭ নম্বরে যোগাযোগ করা যাবে।

আরো পড়ুন- ইসলামি সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখবে মডেল মসজিদ