শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের ঢল

শিমুলিয়া

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে দেশের দক্ষিণবঙ্গের ঘরমুখী যাত্রী ও যানবাহনের চাপ দেখা দিয়েছে । আজ শুক্রবার সকাল থেকেই গন্তব্যে পৌঁছাতে শিমুলিয়া ঘাট এলাকায় এসে জড়ো হচ্ছেন যাত্রীরা।

এদিকে, পদ্মায় লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে করে পার হতে হচ্ছে যাত্রীদের। অত্যধিক চাপে ফেরিগুলোতে পার করা যাচ্ছে না গাড়ি। এর ফলে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আটকে পড়েছে সাত শতাধিক ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহন। আর এসব যাত্রী ও যানবাহন পারাপারে নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি সচল রয়েছে বলে জানিয়েছে শিমুলিয়াঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, আসন্ন ঈদ ও শুক্রবার ছুটির দিন হওয়ায় সব মিলিয়ে অত্যধিক যাত্রীদের চাপ পড়েছে। যানবাহন ও যাত্রীদের নির্বিঘ্নে পারাপারে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। নৌরুটে ১৩টি ফেরি চলছে।

আরো পড়ুন- পদ্মা সেতুর সঙ্গে রেল সংযোগ সম্পন্ন