লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১২০ প্রাণহানি

নৌকাডুবিতে

আফ্রিকার দেশ লিবিয়া উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ১২০ অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা- আইওএম (IOM) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গেলো সপ্তাহেই, আফ্রিকা থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেছিলো নৌযানগুলো। পথে, দুর্ঘটনায় পড়েন অভিবাসনপ্রার্থীরা।

স্বেচ্ছাসেবী জাহাজ ‘এসওএস মেডিটারনিয়ান’- এর কাছে উদ্ধারের এক জরুরি বার্তা পৌঁছায়। জানানো হয়, লিবিয়া সমুদ্রসীমায় বিপদে পড়েছে অন্তত ৩টি রাবারের নৌযান। এখন পর্যন্ত ১০টি মরদেহ তীরে আনা সম্ভব হয়েছে। বাকিগুলো দুর্ঘটনাস্থলেই নৌযানগুলোর আশেপাশে ভাসছে- এমনটা জানান উদ্ধারকর্মীরা। সেসব উদ্ধারে চলছে তৎপরতা।

আরো পড়ুন- ইন্দোনেশিয়ার ৫৩ জন নাবিকসহ সাবমেরিন নিখোঁজ

জাতিসংঘের হিসাব অনুসারে, চলতি বছরই সাড়ে তিনশোর বেশি মানুষ ভূমাধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন।