‘জনগণ চাইলে’ নির্বাচনে লড়বেন লিবিয়ার প্রধানমন্ত্রী

লিবিয়ার প্রধানমন্ত্রী

যদি লিবিয়ার জনগণ চায় তবে প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেল বলে ঘোষণা দিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ মুহাম্মদ দিবেইবাহ। মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম ডিসেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার একদিন পরই দেশটির প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর ডেইলি সাবাহর।

সোমবার ত্রিপলিতে জাতীয় যুব কাউন্সিল আয়োজিত সভায় লিবিয়ার প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জিজ্ঞাসা করে বলেন, এটি তোমাদের ওপর নির্ভর করছে। আমি নির্বাচনে অংশ নিই— তোমরা কি চাও নাকি চাও না?

এর পর তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আমার অবস্থান আমি ‘যথাযথ সময়ে’ ঘোষণা করব।