রোটারী ক্লাব অফ ঢাকা স্কলারর্সের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী

রোটারী ক্লাব অফ ঢাকা স্কলারর্স

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আশুলিয়া ক্যাম্পাসে রোটারী ক্লাব অফ ঢাকা স্কলারর্সের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসের সবুজ আঙিনায় ফলজ ও বনজ বৃক্ষরোপন অভিযান উদ্বোধন করেন এইউবি প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য এবং রোটারী ক্লাব অফ ঢাকা স্কলারর্সের চার্টার প্রেসিডেন্ট প্রফেসর ড.আবুল হাসান মুহাম্মদ সাদেক।

বৃক্ষরোপন অভিযানের শুরুতে তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে বাচঁতে আমাদেরকে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে এবং তার যত্ন নিতে হবে। সবুজায়নের এই কর্মসূচী অব্যাহত রাখতে রোটারী ক্লাব অফ ঢাকা স্কলারর্স সহ সারা বিশ্বের রোটারিয়ানদের অনুরোধ জানান তিনি।

প্রফেসর ড.আবুল হাসান মুহাম্মদ সাদেক আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা থেকে বাচঁতে নগরায়নের পাশাপাশি বনায়নের উপর সমান গুরুত্ব দিতে হবে।

বৃক্ষরোপন কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অফ ঢাকা স্কলারর্সের প্রেসিডেন্ট মিসেস সালেহা সাদেক, সেক্রেটারী মিজানুর রহমান ভূইয়া ও রোটারিয়ান জাকির হোসেন এবং এশিয়ান ইউনিভার্সিটি’র বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।