রাশিয়া সফরে মিয়ানমারের সেনাপ্রধান

মিয়ানমারের

রাশিয়ার রাজধানী মস্কো সফরে গেছেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং। আন্তর্জাতিক একটি নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিনি এ সফর করছেন।

গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির ক্ষমতা দখলের পর সেনা প্রধানের এটি দ্বিতীয় বিদেশ সফর।

রোববার মিয়ানমারের সামরিক সরকার পরিচালিত এমআরটিভি জানায়, সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২২ থেকে ২৪ জুন পর্যন্ত। তাতেই অংশ নেবেন মিন অং হ্লাইং।

এর আগে হ্লাইং কেবল এপ্রিলে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত একটি আঞ্চলিক সম্মেলনে অংশ নিয়েছিলেন।

এমন সময়ে হ্লাইং রাশিয়া সফরে গেলেন যার মাত্র দু’দিন আগেই মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ।

মিয়ানমারের গনতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিসহ সব রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবির পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভ দমাতে সহিংসতা না চালানোর আহ্বানও জানায় জাতিসংঘ।

সাধারণ পরিষদে ১১৯ ভোটের সমর্থনে নিন্দা ও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানোর প্রস্তাব গৃহীত হয়। একমাত্র বেলারুশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।

এছাড়া, মিয়ানমারে সবচেয়ে বড় দুই অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়া ও চীনসহ ৩৬টি দেশ ভোটদানে বিরত ছিল।

আরও পড়ুনঃ- পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ২৭, আহত ১৩