ছাত্রদলের সাবেক সভাপতিকে তুলে নেওয়ার অভিযোগ

রাজীব আহসান

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী আটক করে নিয়ে গেছে বলে দাবি করেছে বিএনপি।

বুধবার রাতে বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি রাজীব আহসানকে বুধবার রাত সোয়া ১১টায় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজধানীর রাইফেলস স্কয়ারের সামনে থেকে তুলে নিয়ে গেছে। গভীর উদ্বেগের বিষয় এই যে, তাকে গ্রেফতারের কথা অস্বীকার করা হচ্ছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান দেওয়া হচ্ছে না।’

অবিলম্বে রাজিব আহসানকে সুস্থ অবস্থায় জনসমক্ষে হাজির করে তার পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান মির্জা ফখরুল।

এদিকে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক এসআই জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, রাজীবসহ কয়জনকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তাদের গ্রেফতার করা হয়নি। সকালে সিনিয়র অফিসাররা এলে তাদের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।