রাজধানীর কড়াইল বস্তিতে টিকা দেওয়া হবে আজ

রাজধানীর কড়াইল বস্তি

রাজধানীর কড়াইল বস্তিতে আজ মঙ্গলবার তিন লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হবে। সোমবার বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে কোভিড-১৯ টিকা পরিবহণে রেফ্রিজারেটর ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক এ কথা জানান।

তিনি বলেন, আমরা প্রথমে মহাখালীর কড়াইল বস্তি থেকে টিকাদান কর্মসূচি শুরু করব। ওখানে প্রায় তিন লাখ মানুষ বাস করে। তাদের দিয়েই শুরু করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য বস্তিতে আমাদের কার্যক্রম শুরু হবে।

বস্তিবাসীর যাদের নিবন্ধন নেই, তাদের কিভাবে টিকা দেওয়া হবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, এখানে উপস্থিতির ভিত্তিতেই যারা আসবে তাদের অন স্পটে নিবন্ধন করানো হবে। আমরা আগেও অনেক জায়গায় যারা নিবন্ধন করেনি তাদের এনআইডি অথবা জন্মনিবন্ধনের মাধ্যমেই নিবন্ধন করিয়ে টিকা দিয়েছি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এই মাসের মধ্যে তিন কোটি টিকা প্রয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্যে দৈনিক ১৫ লাখ থেকে ২০ লাখ টিকা দেওয়া হচ্ছে।