যে ৭ উপায়ে ভ্রমণে খরচ কমাতে পারবেন

ভ্রমণে

ভ্রমণপ্রিয়রা করোনার ধাক্কা কাটিয়ে শুরু করেছেন ঘোরাঘুরি। স্বাস্থ্যবিধি মেনে অনেকে ভ্রমণে যাচ্ছেন দেশের পাশাপাশি দেশের বাইরেও। যদিও আন্তর্জাতিক পর্যটকদের জন্য বেশিরভাগ দেশই এখনও দুয়ার খোলেনি। তবে আশা করা যায় ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে শুরু করবে পর্যটনশিল্প। ভ্রমণপ্রিয়রা এখন থেকেই আলাদা করে ফেলতে পারেন ভ্রমণ খাত। জেনে নিন ভ্রমণে গেলে কীভাবে লাগাম টেনে ধরবেন খরচের।

১। ট্রিপের চার-পাঁচ মাস আগে টিকিট কেটে ফেলুন। এতে মূল্য বেশ খানিকটা কম থাকে।

২। বাইরে ঘুরতে গিয়ে বিলাসি পদে মনোযোগ না দিয়ে সেই স্থানের বিশেষ খাবারগুলো পরখ করে দেখুন।

৩। প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা ভ্রমণ খাতে জমা রাখুন। এতে ভ্রমণের সময় অনেকটাই নিশ্চিতে থাকতে পারবেন।

৪। নতুন কোথাও গেলে কেনাকাটা বাবদ নির্দিষ্ট বাজেট রাখুন। এর বাইরে খরচ করবেন না।

৫। কম খরচের ঘুরতে চাইলে কয়েকজন একসঙ্গে ঘোরার পরিকল্পনা করুন। এতে মাথা পিছু খরচ বেশ কিছুটা কমে যায়।

৬। বিমানে যাতায়াত করলে ব্যাগের ওজনের দিকে নজর দিন।

৭। ভ্রমণে গেলে লোকাল ট্রান্সপোর্ট ব্যবহারের চেষ্টা করুন।

আরো পড়ুন- থাইল্যান্ডের পর্যটন খাত পুনরুদ্ধারে শঙ্কা