আমি চাইলেও মোস্তাফিজ হতে পারব না

মোস্তাফিজ

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ বলেছেন, মোস্তাফিজ হলো কাটারের মাস্টার। আমি পেসের সঙ্গে একটু স্লোয়ার যোগ করছি। আমি চাইলেও মোস্তাফিজ হতে পারব না।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফি বিন মুর্তজার ক্লাসে অংশ নিয়ে এসব কথা বলেন দেশের গতিময় পেসার তাসকিন।

চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এ বিশ্ব আসরে অংশ নিতে যাওয়ার আগে বোলিংয়ের খুঁটিনাটি বিষয় নিয়ে দেশের অভিজ্ঞ পেসার ও জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কাছ থেকে পরামর্শ নেন তাসকিন।

বৃহস্পতিবার মিরপুরে মাশরাফির ক্লাস শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে ২৬ বছর বয়সি তারকা পেসার তাসকিন বলেন, মোস্তাফিজের মতো কাটার আমি হতে পারব না।

আমার বলের গতির সঙ্গে, সুইংয়ের সঙ্গে আগের চেয়ে ভালো কাটার যদি করতে পারি, তা হলে একটা অপশন বাড়বে। এটা আমার জন্য ভালো একটা অস্ত্র হতে পারে। জাতীয় দলের হয়ে ৪২টি ওয়ানডে, ২৪টি টি-টোয়েন্টি আর ৮টি টেস্টে অংশ নিয়ে ৯০ উইকেট শিকার করেছেন।