থাকছে না এবার মুভমেন্ট পাস

কঠোর লকডাউন

চলমান লকডাউনের সময় মুভমেন্ট পাস থাকছে না। ১ জুলাই থেকে শুরু হওয়া লকডাউনে পুলিশের পাশাপাশি টহলে থাকবে বিজিবি ও সেনাবাহিনী। এই লকডাউনের সময় কেউ ঘরের বাহিরে আসতে পারবে না এবং মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সোমবার (২৮ জুন) মন্ত্রিসভা বৈঠকের পর সচিবালয়ের প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, ‘আগামী ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত সারাদেশে কঠোর বিধি-নিষেধ দিতে যাচ্ছে সরকার। এ সময়ে জরুরি সার্ভিসে কর্মরতদের ছাড়া কাউকেই ঘরের বাইরে আসতে দেওয়া হবে না।’

আনোয়ারুল ইসলাম বলেন, ‘স্ট্রিক্ট ভিউতে (কঠোর অবস্থানে) যাচ্ছি আমরা। এতটুকুই শুধু বলে দিলাম। ১ তারিখ ভোর ৬টা থেকে ৭ তারিখ রাত ১২টা পর্যন্ত স্ট্রিক্ট ভিউতে যাচ্ছি আমরা। খুবই স্ট্রিক্ট ভিউতে,

তিনি বলেন, ‘সর্বাত্মক লকডাউনে কেউ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারবে না। সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া সরকারি, বেসরকারি অফিস, শপিংমল দোকান পাট, মার্কেট বন্ধ থাকবে। শিল্প কারখানা ও গার্মেন্টস খোলা রাখার বিষয়ে কাল সিদ্ধান্ত হবে।’

আরো পড়ুন- যাত্রা শুরু হলো এনআরবিসি ব্যাংকের প্রকাশনা ‘প্লানেট’