মিয়ানমারে সেনা বিরোধী আন্দোলনে যোগ দিল পুলিশ

মিয়ানমারে

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী আন্দোলনে নিজেদের সমর্থন দিতে শুরু করেছেন পুলিশ সদস্যরাও। এবার দেশটির সেনাবাহিনীর মুখোমুখি পুলিশ।

চলমান আন্দোলনে একাত্মতা জানিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন পুলিশ সদস্যরা। অবিলম্বে তারা গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ আটককৃতদের মুক্তির দাবি জানান। মিয়ানমারে কোনোমতেই স্বৈরশাসন মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন পুলিশ সদস্যরা।

এদিকে, মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে জড়িতদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিষেধাজ্ঞা আরোপ করতে নির্বাহী আদেশে অনুমোদন দিয়েছেন তিনি।

নতুন এই নিষেধাজ্ঞায় দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

আরো পড়ুন- মিয়ানমারের ২৪ মন্ত্রী বরখাস্ত, নতুন মন্ত্রী সেনা কর্মকর্তারা