মিয়ানমারে সংঘাতে নিহত ২০

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ২০ জন । প্রত্যক্ষদর্শী ও মিয়ানমারের গণমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে শনিবার (১১ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে ।

মিয়ানমারের ছায়া সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুয়া লাসি লা চলতি সপ্তাহে ‘প্রতিরোধ যুদ্ধ’ শুরুর ঘোষণা দেয় দেশটির জান্তা সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে। গত মঙ্গলবার ফেসবুকে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেয়ার পর এটিই সবচেয়ে বড় সহিংসতার ঘটনা বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এক বিবৃতিতে মিয়ানমারের গণ-অসহযোগ আন্দোলন জানিয়েছে, মিয়ানমারের যুবকদের আর কোনো উপায় নেই, হাতের কাছে যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে নেমে পড়া ছাড়া। আর তাই ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)-র সঙ্গে আরও বেশি করে সম্পৃক্ত হতে জাতিসংঘসহ আসিয়ান দেশগুলোর প্রতি আহ্বান জানান।