মিয়ানমারে জাপানি সাংবাদিক গ্রেফতার

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ইয়ুকি কিতাজুমি নামে জাপানের এক সাংবাদিক আটক করেছে।

গত রোববার দেশটির সর্ববৃহৎ শহর ইয়াঙ্গুন থেকে আটক করা হয় তাকে। টোকিওভিত্তিক নিক্কেই বিজনেস ডেইলির সাবেক প্রতিবেদক ৪৫ বছর বয়সি ওই সাংবাদিক।

সোমবার স্থানীয় গণামাধ্যমের বরাত দিয়ে নিক্কেই এশিয়া এ তথ্য জানিয়েছে। খবর কিয়োডো বার্তা সংস্থার।

এর আগে ২৬ ফেব্রুয়ারি মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভের সংবাদ সংগ্রহ করার সময়ও জাপানি ওই ফ্রিল্যান্সার সাংবাদিককে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর তখন ছেড়ে দেওয়া হয়েছিল।

কিতাজুমিকে রোববার রাতে ইয়াঙ্গুনে নিজ বাড়ির সামনে থেকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ইয়াঙ্গুনের জাপানি দূতাবাস বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের রাষ্ট্রক্ষমতা দখলে নেয় দেশটির সেনাবাহিনী। আটক করা হয় দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ ক্ষমতাসীন দলের বেশ কিছু শীর্ষ নেতাকে।

আরো পড়ুন-  ‘বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ’, চাদের প্রেসিডেন্ট নিহত

এর পরই জান্তাবিরোধী বিক্ষোভে গণঅভ্যুত্থানে উত্তাল হয়ে উঠে মিয়ানমার। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত শিশুসহ সাত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।