মিয়ানমারে কয়েক ঘণ্টায় লড়াইয়ে ৮০ সেনা নি’হত

মিয়ানমারে

মিয়ানমারে সামরিক অভ্যুত্থান বিরোধী যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে দেশটির সেনাবাহিনীর কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যোদ্ধারা। খবর আনাদোলু এজেন্সির।

বেসামরিক যোদ্ধাদের নতুন একটি গ্রুপ কারেননি ন্যাশনালিটিস্ট ডিফেন্স ফোর্স (কেএনডিএফ) এক ফেসবুক পোস্টে জানিয়েছে, সোমবার রাজ্যের রাজধানী লোলকৌ থেকে ডেমোসোতে ১৫০ সেনা আসার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বেশ কয়েক ঘণ্টা ধরে এই লড়াই চলে বলে জানিয়েছে কেএনডিএফ। এই সংঘর্ষে একজন যোদ্ধা নিহত হয়েছে। আর আহত হয়েছে আরও ছয়জন।গ্রুপটি তাদের বিবৃতিতে জানায়, সোমবার বিকেল ৫টা নাগাদ ৮০ জনের বেশি সেনা নিহত হয়। এর জবাবে পরে তারা সামরিক যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং আর্টিলারি দিয়ে ডেমোসোতে হামলা চালায়।

আরও পড়ুনঃ- সশরীরে আদালতে প্রথম হাজির অং সান সুচি