ইসরাইলকে ফিলিস্তিন ছাড়তে হবে মাহমুদ আব্বাস

মাহমুদ আব্বাস

জাতিসংঘের ভার্চুয়াল বৈঠকে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, টানা তিন দশক ধরে ইসরাইল ও ফিলিস্তিনের শান্তি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক শান্তি সম্মেলনের জন্য জাতিসংঘের মহাসচীবকে আহ্বান জানান তিনি।

ইসরাইলকে ফিলিস্তিনের দখলকৃত অঞ্চল ছাড়তে এক বছর সময় বেধে দেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমসহ দখলকৃত অন্যান্য অঞ্চল আগামী এক বছরেরে মধ্যে ছেড়ে দিতে হবে।

অন্যথায় তিনি আন্তর্জাতিক বিচার আদালতে যাওয়ার কথাও উল্লেখ করেন। এ ছাড়া ইসরাইলকে স্বীকৃতি প্রত্যাহারের হুঁশিয়ারিও দেন তিনি। তিনি বলেন, ফিলিস্তিনিরিা জন্মভূমি ছাড়বে না।