নবজাতকের মাসি পিসি কী ?

নবজাতকের জন্ম পরবর্তী এলার্জি জনিত স্কিন ( চর্ম ) লাল হয়ে যাওয়াকে মাসি পিসি বলা হয়।

তৈল ব্যাবহার, নতুন কাপড় পরিধান করা , বিভিন্ন ক্যামিকেল ও পরিবর্তিত পরিবেশ এর জন্যে দায়ী। এই অবস্থায় বাচ্চার সাধারনত জ্বর থাকে না, একটা সময়ের ব্যাবধানে ভালো হয়ে যায়।

গ্রাম বাংলায় মাসি পিসি নিয়ে রয়েছে বিভিন্ন কুসংস্কার । সকালের রোদ উপকারে আসতে পারে এইক্ষেত্রে। এছাড়া প্রয়োজনে স্বল্প মাত্রায় স্টেরয়েড চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী প্রয়োগ করা যেতে পারে। সচেতনতাই সমাধান…

ডা শফিকুল ইসলাম
সহকারী রেজিস্ট্রার
শিশু বিভাগ
ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল
প্রতিষ্ঠাতা – গ্রীন হেলথ সেন্টার