মালয়েশিয়ায় ফের লকডাউন

আবারও লকডাউনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার সরকার। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশব্যাপী দুই সপ্তাহের কঠোর লকডাউনে যাচ্ছে দেশটি।

শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন। আগামী মাসের প্রথম দিন থেকে এ লকডাউন কার্যকর হবে। চলবে ১৪ জুন পর্যন্ত। এসময় জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের অর্থনৈতিক কার্যক্রম বন্ধ থাকবে।

দুই সপ্তাহ পর সংক্রমণ কমে গেলে দ্বিতীয় পর্যায়ের লকডাউনে যাবে দেশটি। এ পর্যায়ে কিছু অর্থনৈতিক কার্যক্রম চলতে দেওয়া হবে বলে সরকারি বিবৃতিতে বলা হয়েছে।

তৃতীয় দফায় করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে মালয়েশিয়া সরকার। গেলো চারদিনে প্রতিদিনই রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়। সবশেষ শুক্রবার আট হাজার সংক্রমণ ধরা পড়ায় সর্বাত্মক এ লকডাউনের ঘোষণা দেশটির।

আরও পরুনঃ- বাংলাদেশিদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা