করোনা আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় বাংলাদেশির মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে মালয়েশিয়ার সুংগাই বুলু হাসপাতালে দীর্ঘ এক মাস করোনার সাথে যুদ্ধ করে মোহাম্মদ হাসান নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

আজ সকাল ৯ টায় তার মৃত্যু হয়। পাসপোর্টের তথ্য অনুযায়ী সে নারায়ণগঞ্জের বাসিন্দা।

জানা যায়, মোহাম্মদ হাসান গত ১৫ মে থেকে শারীরিক অসুস্থতা বোধ করে। পরে শারীরিক অবস্থা বেশি খারাপ হলে অসুস্থতার বিষয়টি কোম্পানিকে অবগত করা হলে ২৫ মে সকালে কোভিড-১৯ পজিটিভ আসে এবং হাসানকে সাথে সাথে আলাদা কোয়ারেন্টাইনে রাখা হয়। ৪/৫ দিন পর শ্বাসকষ্ট সমস্যা দেখা দিলে সেলঙ্গর প্রদেশের সুংগাই বুলু হাসপাতালে কোভিড-১৯ ওয়ার্ডে ভর্তি করা হয়।

হাসানের পরিবার থেকে মালিকের কাছে তার লাশ দেশে পাঠানোর আবেদন জানালেও বর্তমান পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ করোনা আক্রান্ত লাশ দিতে অপারগতা প্রকাশ করে। তাই হাসানের লাশ মালয়েশিয়ায় দাফন করা হবে।

আরো পড়ুন- মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশি কর্মী গ্রেফতার