সূচকমুক্ত হলো মার্জিন ঋণ

মার্জিন ঋণ

পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য সুখবর দিলো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে কোন শেয়ার মার্জিনযোগ্য আর কোনটি নয়, সে ক্ষেত্রে মূল্য-আয় অনুপাত বা পিই রেশিওভিত্তিক মানদণ্ড বহাল আছে। আজ সোমবার এই সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে বিএসইসি।

এতে বলা হয়, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের বিবেচনায়, করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬ এর বিধি ৩৬ মোতাবেক তফসিলে উল্লেখিত মার্জিন ঋণ প্রদান সংক্রন্ত নির্দেশনা নং ৬(১) এ প্রদত্ত ক্ষমতা বলে, পরবর্তী নির্দেশ না দেওয়া তালিকাভুক্ত যে কোন সিকিউরিটিজের পিই রেশিও ৪০ পর্যন্ত থাকলে সেই শেয়ার মার্জিনযোগ্য হবে। তবে ১ টাকার বিপরীতে ৮০ পয়সা মার্জিণ দিতে পারবে।

এই নির্দেশনার পর পূর্বের মার্জিন ঋণ সংক্রান্ত সকল নির্দেশনা বাতিল হবে।