মাদারীপুর ও শরীয়তপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

মাদারীপুর

মাদারীপুর ও শরীয়তপুরে বাণিজ্যিক ব্যাংকসমূহের কর্মকর্তাদের অংশগ্রহণে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত ১৩ নভেম্বর মাদারীপুর জেলা সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়।বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর তত্বাবধানে লীড ব্যাংক হিসেবে মার্কেন্টাইল ব্যাংক লিঃ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) শামীম আহম্মদ এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ-এর উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মাহবুব আলম।

এছাড়া, বিএফআইইউ’র যুগ্মপরিচালক মোঃ আনোয়ারুল হক ও মোহাম্মদ মঈন উদ্দিন এবং সহকারী পরিচালক মোঃ ফয়সাল কবির সহ মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের প্রধান ও ডেপুটি ক্যামেলকো মোঃ মোছাদ্দেক হোসেন এবং মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ।