মহাকাশ স্টেশনে শুটিং ইউনিট পাঠিয়েছে রাশিয়া

রাশিয়া

প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিংয়ের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি শুটিং ইউনিট পাঠিয়েছে রাশিয়া। এটাকে ভিন্ন উপায়ে রাশিয়ার মহাকাশে নেতৃত্ব হিসেবে দেখা হচ্ছে। ক্লিম শিপেনকো পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করবেন ৩৭ বছর বয়সী ইউলিয়া পেরেসিল্ড।

মঙ্গলবার কাজাখস্তানের বাইকনুর থেকে সয়ুজ এমএস-১৯ মহাকাশ যানটি উড্ডয়ন করে এবং তিন ঘণ্টা পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে শুটিং শুরু করে। হলিউড অভিনেতা টম ক্রুজ ও নাসা যৌথভাবে মহাকাশে শুটিয়ের পরিকল্পনা করলেও তাদের আগে পৌঁছে গেছেন রাশিয়ান শুটিং ইউনিট।

রাশিয়ার কমসোমোলস্কায়া প্রাভদা ওয়েবসাইট জানিয়েছে, রাশিয়ার স্থানীয় সময় ১১টা ৫৫ মিনিটে হলিউড স্টুডিওর বাইরে কাজাখ প্রান্তর থেকে যেখানে উট আর গোফার (এক ধরনের ইদুর জাতীয় প্রাণী) বিচরণ করে, সেখান থেকে আসল অভিনয় শিল্পীরা মাহাকাশে যাত্রা করেছেন।

শিপেনকোর স্ত্রী অভিনয় শিল্পী সোফিয়া কারপুনিনা জানান, যাত্রার আগে পরিচালককে ১৫ কেজি ওজন কমাতে হয়েছে।