চলতি সপ্তাহেই ২৫ লাখ ডোজ পাবে বাংলাদেশ

ভ্যাকসিন ডোজ

উপহারের ২৫ লাখ ভ্যাকসিন ডোজ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন পাঠানোর প্রক্রিয়া শুরুর তথ্য নিশ্চিত করেন।

গেলো ২৬ জুন ঢাকায় নিযুক্ত যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এক টুইট বার্তায়  বাংলাদেশকে শিগগিরই ২৫ লাখ ভ্যাকসিন ডোজ মডার্নার টিকা দেওয়া হবে বলে জানান।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে কঠোর লকডাউন জারি করা হয়েছে বাংলাদেশে। মানুষজনকে বাড়িতে থাকার নির্দেশ, অফিস, যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি নির্দেশ বাস্তবায়নে কাজ করছে নিরাপত্তা বাহিনী।

আরো পড়ুন- জুলাইয়ে বন্যার শঙ্কা