ভিসা ছাড়াই যাওয়া যাবে কাতার

‘গ্রীষ্ম উৎসব’ উপলক্ষে ভিসা ছাড়াই কাতার ভ্রমণের সুযোগ দিচ্ছে দেশটির সরকার। আগামী ৪ জুন থেকে ১৬ আগস্ট পর্যন্ত কাতারে জাতীয় পর্যটন কাউন্সিল (কিউএনটিসি) এ উৎসবের আয়োজন করেছে। খবর আল জাজিরা।

নির্ধারিত এ সময়ে যে কেউ দেশটিতে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। বিশেষ করে কাতারে যারা বৈধভাবে অবস্থান করছেন তারা তাদের আত্মীয়-স্বজন, বন্ধু বা অন্য কোনো অতিথিকে কোনো ধরনের ফি ও প্রতিবন্ধকতা ছাড়াই দেশটিতে নিতে পারবেন।

কাতার ন্যাশনাল টুরিজম কাউন্সিলের সেক্রেটারি জেনারেল আকব আল বাকের বলেন, গ্রীষ্ম উৎসবকে আরো বেশি জনপ্রিয় করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এখন যে কেউ কোনো ঝক্কি ছাড়াই এই নির্দিষ্ট সময়ের জন্য কাতারে আসতে পারবেন। তবে যে কয়টি দেশ কাতারের ওপর অবরোধ আরোপ করে রেখেছে তাদের নাগরিকদের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে না।

২০১৭ সালের জুন মাস থেকে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন এবং মিশর কাতারের ওপর অবরোধ আরোপ করে। বর্তমানে ৮০টি দেশের নাগরিকদের ভিসা ছাড়া কাতারে ভ্রমণের সুবিধা রয়েছে। এ তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও আগামী দুই মাসের বিশেষ এই কর্মসূচিতে অন্তর্ভূক্ত থাকবে।