কবি হাসান হিরুর ভালোবাসার নতুন কবিতা

ভালবাসার লাল গোলাপ

ভালবাসার লাল গোলাপ

হাসান হিরু

ভালবাসার লাল গোলাপ- দেখতে কেমন ?
তোমায় প্রথম যেদিন দেখেছি
বাগানের মাটিকে তৈরি করা শুরু করেছি
অনেক যত্নে একটি গোলাপ চারা রোপণ করেছি সেখানে ।

স্বযত্নে লালন করেছি দিন মাস বছর
কুড়ি থেকে ফুল – দেখেছ কখনো ?
শুনেছো কি ভ্রমরের গুঞ্জন ?
ফুলগুলো ফুটে অযত্নে ঝরে গেল,
থেমে গেল ভ্রমরের গুঞ্জন ।

শূন্য বাগান আমার, হৃদয় জুড়ে রয়
যে আশাতে বেঁধেছিনু বুক
সব হারিয়ে বুভুক্ষু হৃদয় আমার পথ পানে চেয়ে রয়।

নতুন করে চেষ্টা করছি-বেঁচে থাকার,
দখিনা হাওয়া লাগবে ডালে
কুড়ি থেকে ফুল ফুটবে আবার
শুনবে ভ্রমরের গুঞ্জন, দেখেনিও তুমি
ফুটবে ভালবাসার লাল গোলাপ।

আরো কবিতা পড়ুন- তোমাকে প্রথম দেখার পর