ব্লক মার্কেটে ৯৪ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেট

ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার ব্লক মার্কেটে মোট ৩৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ২৫ লাখ ৯ হাজার ৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৪ কোটি ৩২ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৫৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রাক ব্যাংক লিমিটেডের ৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ফরচুন সুজ ৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে-অ্যাডভেন্ট ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, আল-হাজ্ব টেক্সটাইল, বিডিকম অনলাইন, বেক্সিমকো ফার্মা, ঢাকা ডাইং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন, জেনেক্স ইনফোসিস, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, গ্রামীনফোন, গ্রামীণ স্কিম-২, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি, কাট্টালি টেক্সটাইল, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, মীর আখতার হোসেন, ন্যাশনাল ফিড, ওরিয়ন ফার্মা, ফনিক্স ফিন্যান্স, প্রভাতি ইন্স্যুরেন্স, আরডি ফুড, সাইফ পাওয়ারটেক, সায়হাম কটন, স্যালভো কেমিক্যাল ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।