ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেট

ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার ব্লক মার্কেটে মোট ২৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯৬ লাখ  ৭৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৬ কোটি ৬ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা ব্রাক ব্যাংক ২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো: আলিফ ম্যানুফ্যাকচারিং, আনোয়ার গ্যালভানাইজিং, বেক্সিমকো, কনফিডেন্স সিমেন্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, এনভয় টেক্সটইল, ফু-ওয়াং সিরামিকস, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, কর্ণফুলী ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল, লাভেলো আইসক্রিম, ওয়ান ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, দ্য পেনিনসুলা, পিপলস ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, আরডি ফুড, সাইফ পাওয়ারটেক, সায়হাম টেক্সটাইল, স্যালভো কেমিক্যাল, সিলকো ফার্মা, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, সেনালী পেপার ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।