ব্রাজিলে পুলিশের গোলাগুলি, নিহত ২৫

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে মাদক পাচারকারীদের সাথে পুলিশ কর্মকর্তাদের গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, শহরটিতে পুলিশি অভিযান চলার সময় এ ঘটনা ঘটে। মাদক পাচারকারীরা শিশুদেরকে দলে ভেড়াচ্ছে এমন খবর পেয়ে পুলিশ এই অভিযান শুরু করে।

বিবিসি আরও জানিয়েছে, একটি মেট্রো ট্রেনের দুই যাত্রী গুলিবিদ্ধ হয়। তবে তারা বেঁচে গেছেন। তবে রাজধানীতে পুলিশ গুলিতে তাদের একজন কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ব্রাজিলের সবচেয়ে সহিংসতাপূর্ণ রাজ্যগুলোর মধ্যে রিও ডি জেনিরো একটি। এই নগরীর বিশাল এলাকা অপরাধীদের নিয়ন্ত্রণে। এই অপরাধীদের অনেকেই শক্তিশালী মাদকপাচারকারী চক্রের সঙ্গে সম্পৃক্ত।

ব্রাজিলে বড় বড় শহরগুলোতে অপরাধ-দমন অভিযানে প্রায়ই সাধারণ মানুষের ওপর পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ শোনা যায়।