বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান ৭৬তম

বৈশ্বিক ক্ষুধা সূচকে

বৈশ্বিক ক্ষুধা সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সূচকে বাংলাদেশের অবস্থান ৭৬তম। বৃহস্পতিবার বৈশ্বিক ক্ষুধা সূচক (জিএইচআই) এ তালিকা প্রকাশ করে।

তথ্য সূত্র এনডিটিভি।

এ বছরের সূচকে দেখা যায়,  পাকিস্তান ও ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। পাকিস্তানের অবস্থান ৯২তম আর ভারতের অবস্থান ১০১তম। বাংলাদেশের স্কোর হচ্ছে ১৯.১, পাকিস্তানের ২৪.৭ আর ভারতের ২৭.৫।

২০২১ সালে বিশ্বের ১১৬ দেশের ওপর সমীক্ষা চালিয়েছে বৈশ্বিক ক্ষুধা সূচক (জিএইচআই)।  এতে বাংলাদেশ গত বছরের তুলনায় এক ধাপ পিছিয়েছে।  অবশ্য এবার সমীক্ষা চালানো দেশের সংখ্যাও বেড়েছে।

২০২০ সালে ১০৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৭৫তম। এবার ১১৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৬তম। ৭৬তম অবস্থানে রয়েছে নেপালও।

এ তালিকায় পাঁচ থেকেও কম স্কোর নিয়ে বেলারুশ, তুরস্ক,  উরুগুয়ে,  চীন,  কুয়েত ও ব্রাজিলসহ ১৮ দেশ শীর্ষে অবস্থান করছে