আইপিএলে ভালো করতে দেখে বিস্মিত হইনি

মোস্তাফিজ

বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারকে ডেথ ওভারের সেরা অস্ত্র বলে মানা হয়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও মোস্তাফিজে ভরসা টাইগার সমর্থকদের।

কেননা টি-টোয়েন্টির এই ফরম্যাটে তিনি এখন দারুণ ফর্মে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত সব পারফরম্যান্স দেখিয়েছেন।

সেই ধারাবাহিকতা ছিল সংযুক্ত আরব আমিরাতের আইপিএলেও।  শেষ দুই-তিন ম্যাচে প্রত্যাশামাফিক পারফরম্যান্স না হলেও, আসরজুড়ে দুর্দান্ত ছিলেন দ্য ফিজ।  এবারের আইপিএলে ১৪ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি।

তবে আইপিএলে মোস্তাফিজের ঈর্ষণীয় সাফল্যে বিস্মিত নন বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন। তার মতে, এমন পারফরম্যান্সই প্রত্যাশিত ছিল মোস্তাফিজের কাছ থেকে।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে গিবসন বলেছেন, ‘আইপিএলে মোস্তাফিজকে ভালো করতে দেখে আমি বিস্মিত হইনি। সে দারুণ উন্নতি করছে।

সে যা করে তাতে তার নিয়ন্ত্রণ খুব ভালো এবং যে দায়িত্ব দেওয়া হয় সেটা খুব ভালো ভাবে বুঝতে পারে। আইপিএলে তাকে ভালো করতে দেখে আমি খুশি। আশা করবো বিশ্বকাপেও এই একই ফর্ম ধরে রাখতে পারবে।’