মারা গেছেন তেজগাঁও বিস্ফোরণে দগ্ধ হওয়া ইয়াসিন

বিস্ফোরণে দগ্ধ

তেজগাঁওয়ে বিস্ফোরণে দগ্ধ শিক্ষার্থী ইয়াসিন তালুকদারও মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মঙ্গলবার তার মৃত্যু হয়। এতে দগ্ধ হওয়া দুজনই মারা গেলেন। এর আগে একই ঘটনায় দগ্ধ শিক্ষার্থী জিতু হাসান শনিবার ভোরে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, ইয়াসিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় দুই শিক্ষার্থী দগ্ধ হয়েছিলেন। তারা দুজনই মারা গেলেন।

ইয়াসিন তালুকদারের ভগ্নিপতি ফারুক ঢালী জানিয়েছেন, ইয়াসিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছিলেন। ইয়াসিন চাঁদপুর সদর উপজেলার দাশারী বাজারের ইব্রাহিম তালুকদারের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে সে চতুর্থ।