বিস্ফোরণে আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ নিজ বাড়ির সামনে বিস্ফোরণে আহত হয়েছেন। বর্তমানে তিনি দেশটির পার্লামেন্টের স্পিকারের দায়িত্বে আছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় বিস্ফোরণ ঘটে। খবর স্থানীয় সংবাদমাধ্যমের।

স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানাযায়, একটি মোটরসাইকেলে বিস্ফোরণটি হয়। এতে নাশিদ ও তার এক দেহরক্ষী আহত হন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমডিপির এক মুখপাত্র জানান, হামলার ঘটনায় তিনি শার্পনেলের আঘাতে আহত হয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল।

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ বলেছেন, বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু হয়েছে।
নাশিদ ২০০৮ সালে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন। চার বছরের মাথায় সামরিক অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হন তিনি। এরপর চলে যান স্বেচ্ছা নির্বাসনে।