৬ কোম্পানির নেতৃত্বে বিশাল লেনদেন

ব্লক মার্কেট

ডিএসইতে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এসব কোম্পানির ৫২ কোটি ১২ লাখ ২ হাজার টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে ব্লক মার্কেটে ৬ কোম্পানির বড় লেনদেন হয়েছে। এই ৬ কোম্পানির লেনদেনের পরিমাণ ৪১ কোটির বেশি।

  • কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে সোনালী পেপার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৮১ লাখ ২৫ হাজার টাকার।
  • দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৯২ লাখ টাকার।
  • তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিজিআইসির। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৫০ লাখ ৫৩ হাজার টাকা।
  • চতুর্থ, পঞ্চম ও ষষ্ট অবস্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ওপ্যারামাউন্ট টেক্সটাইল। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে যথাক্রমে ৪ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার টাকার, ৪ কোটি ৮১ লাখ টাকার ও ৩ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকার।