অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি

বিরাট কোহলি

ভারতীয় সংবাদমাধ্যম গুলোতে বেশ গুঞ্জন উঠেছে যে , টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়বেন বিরাট কোহলি। তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিল। সেই গুঞ্জনকে সত্যি করে টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব ছাড়ছেন কোহলি।

তিনি নিজেই টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়ার্কলোড (কার্যক্ষমতা) বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ। শেষ ৮-৯ বছর আমি সব সংস্করণে খেলেছি, ৫-৬ বছর ধরে অধিনায়কত্বও করছি। ওয়ার্কলোড অনেক বেশি ছিল।

ভারতের জাতীয় দলকে ওয়ানডে এবং টেস্টে নেতৃত্ব দেয়ার জন্য আমার ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করা জরুরি। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে আমি নিজের সবটুকুই দিয়েছি এবং আগামীতেও ব্যাটসম্যান হিসেবে সবকিছু দিতে থাকব।

এই সিদ্ধান্ত নিতে আমার বেশ সময় লেগেছে। লিডারশিপ গ্রুপের গুরুত্বপূর্ণ অংশ রবি ভাই (রবি শাস্ত্রী) এবং রোহিতের সঙ্গেও কথা বলেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আমি টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব ছাড়ছি। সেক্রেটারি জয় শাহ, বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি ও নির্বাচকদের সঙ্গেও আমি এই ব্যাপারে কথা বলেছি।

২০১৭ সালের জানুয়ারিতে সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের অধিনায়কত্ব করেছেন কোহলি। এরপর থেকে ভারতকে ৪৫টি টি-টোয়েন্টিতে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। যেখানে তাঁর অধীনে ২৭টি ম্যাচে জয় পেয়েছে ভারত। যেখানে হার ১৪টি ম্যাচে।